T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় সর্বাণী পাল

আজ কবিতায় কথা হবে
এসো,আজ কবিতায় কথা হবে
আজ কবিতার কথা হবে শুধু
সামনে যুদ্ধক্ষেত্র ওই
না—
অস্ত্র নয়,অস্ত্র নয়
আমরা কবিতা উঁচিয়ে ধরবো
ওদের সামনে
সোচ্চারে,নির্ভয়ে
আজ শব্দ উড়িয়ে দেবো দিকে দিকে
আকাশে, বাতাসে
কবিতার প্রতিধ্বনি শুনে
ওরা ভয় পাবে,
ভয় পাবে
আমাদের কবিতা,আমাদের স্বপ্ন
লেখা হবে প্রতিটি নিঃশ্বাসে
প্রতিটি প্রশ্বাসে
এক অজানা দ্বীপের থেকে
রেণু রেণু
উড়ে আসবে
লক্ষ হাজার কবিতার প্রাণ
নতুন করে
জন্ম নেবে আজ
বিশ্বকবিতা দিবস
ভালোবেসে —-
ভালোবেসে।