কবিতায় সুজন পণ্ডা

চোখ খুললেও রোদ খোলে না
শিশিরে ভিজে যায় গোটা গ্রাম
গলিত বরফের মতো জ্যোৎস্না
তারাদের মৃতদেহ।
শীত এসে হাত রাখে বস্তিতে
উলঙ্গ শিশুর গায়ে নখ
খড়ি ওড়ে
হঠাৎ চোখ খুললেও রোদ খোলে না।
দুরের আলো তাপ আনে না একটুও,
শহরের এক প্রান্তে দেদার উষ্ণতা
তবুও অন্য দিকের রাত্রিগুলি দীর্ঘতর।
এখানে হঠাৎ চোখ খুললেও রোদ খোলে না।
নাগরিক শীত মানুষ খোঁজে
তাপ উত্তাপ আলিঙ্গন…
এখানে হঠাৎ চোখ খুললেও রোদ খোলে না
শেষ রাত্রে
দীর্ঘশ্বাস উঠে আসে ভেজা রাজপথে
রোদ ওঠে না।