কবিতায় সত্যদেব পতি ( নীল ধ্রুবতারা)

প্রদীপ্ততা
তোমার ডাক দেওয়া সকালের আলমোড়া শরীর,
কানের কাছে ফিসফিস শব্দ…
সদ্য স্নাতা ভেজা চুলের চেনা সুগন্ধ,
আঁতর ছাড়া সুবাসে মনে বিহ্বলতার মহাসাগর।
অন্তরের অন্তঃস্থল থেকে একটা আবেগীয় ডাক,
কর্ণ কুহরে প্রতিধ্বনি হয় একটা শব্দ; প্রিয়-
নিদ্রিত চোখ খুলে দেখি স্বপ্নে দেখা অবয়ব,
স্মৃতির পাতায় হেমঝরা বিকেল-
চোখের তারায় কার প্রতিচ্ছবি দেখে অস্তলোকের
কল্পনার সিঁড়ি বেয়ে নেমে আসা!
প্রতীক্ষা গুলো নগ্নপায়ে হাঁটতে শুরু করে চেতনার বৈভবে;
তারণ্যের জমিতে প্রেমের জোয়ার আসে ভাবনার
জলছবি আঁকা হৃদয় নদে;
একটু ছোঁয়া পাওয়ার জন্য হয়তোবা আরেকটা
বৃষ্টি দরকার,
কখনো অন্য এক গোধূলির শেষ সন্ধ্যার প্রজ্জ্বলিত প্রদীপের প্রদীপ্ত আলোয়,
ঘুম হীন চোখে চোখ রেখে দেখো তোমার আগত ভোরের কুহেলিকাতে,
আমার চাওয়া টা সেদিন সুর্যালোকের জলজ দুপুরে সিক্ত হবে তোমার অমৃত বর্ষনে।