কবিতায় শান্তনু প্রধান

প্রতিশ্রুত আঙুল
আমার নির্জন গন্তব্যের দিকে ধাবিত ঈশ্বরের সম্পূর্ণ মুখ
অনলাইন কিংবা ডিজিটাল নয়
মোম মাটি নতুবা পাথরের
অথচ ট্রু কলারে দেখছি
আনন্দের শরীর ভিজে যাচ্ছে বেদনার্ত চোখে
পলিতে মিশে থাকা আত্মগত নীল সমীকরণ
বসন্তের কোলাকুলি শেষে
ভেসে যাচ্ছে তীব্রতর অসুখ ভ্রমণে
পুনর্বার দেখো
ভ্রমণের শাখা-প্রশাখা জুড়ে তোমারই বন্ধন
অন্তিম দূরে ঈশ্বরের নমুনা সংগ্রহ করে চলেছেন নিভৃতে
সেই জনারন্যে প্রতিশ্রুত আঙুল জানে শুধু মৌনের প্রবৃত্তি
হয়তো তাই নিমজ্জিত ছায়া জুড়ে অভিশাপ
তবে কাকে তুমি পাপ বলো
সোনালি মানুষ অর্জিত শ্রমে
নৌকার নির্জন পাটাতনে বাধ্যত খুলে রাখে ব্যর্থ প্রেম।