কবিতায় সৌম্য পাল

স্পর্শসুখের সন্ধানে
চিত্রিত হৃদয় যেন রূপকল্পে আকুল,
ভারাক্রান্ত কোকিল কুহুতানে।
কচিপাতা উন্মত্ত অধীর ব্যাকুল,
নীরব একাকিত্বের নৈঃশব্দিত অভিমানে।
আকুল মন চৈত্রের দাবদাহে শঙ্কা,
জ্বলছে অগ্নিশিখা স্পর্শসুখে।
সন্ধানে অনুসন্ধানে নবীন আশা,
পাহাড়ী ঝর্ণাধারায় উৎসমুখে।
বৃষ্টিবিহীন শহরে লেগেছে হরতাল,
মানুষ পারছে না দিতে কোনো সামাল।