|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সুদর্শন প্রতিহার

শান্তি


রোদ চেবানো দুপুরের শেষে
শান্তি নামে …..
গোধূলির সুখের মলিনতায়
ঘনিয়ে আসে কালো মেঘ
…..ভালোবাসার আকাশে I

জেগে উঠে শুভ্র চমক
টগবগ টগবগ শব্দে
জেগে উঠে …..
…..কামনার বিছানায় I

তারপর ভীষণ আলোড়নে
আসে সশব্দ শান্তি …..
গরম লাভায় সিক্ত হয়
…..কামনার শুখা জমি I

সোঁদের সুগন্ধ ভরে উঠে
চারিদিক …..
ভালোবাসার প্রাসাদ
মনের কোনা থেকে কোনা I

চড়া রোদ পেরিয়ে এসে
কালবৈশাখীর ঝঞ্ঝা …..
হাঁপ ছাড়া ক্লান্তির বুকে
…..চুমু আঁকে শান্তির ছোঁয়া I

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।