কাব্যানুশীলনে সুদীপ ওম ঘোষ

শিয়ালদহ
তুমি জেগে আছো
তুমি তো জেগেই থাকো
সকাল থেকে রাত
তুমি কর্মে অবিচল
রোজদিন লক্ষ লক্ষ মানুষ
তোমাকে স্পর্শ করে
তবু ও তুমি তোমার
ধর্মে অবিচল…
মানুষের সুখ দুঃখ
হাসি কান্নার সাক্ষী তুমি
তোমার আশ্রয়ে রাত কাটায়
শত শত মানুষ
তোমাকে আশ্রয় করে
পেট চালায়
হাজার হাজার মানুষ
শীত গ্রীষ্ম বর্ষা তোমাকে
একই রকম থাকতে হয়!
সকলকে ভালো পরিষেবা
দিতে দিতে তবুও ক্লান্ত নও
দেড়শো বছর ধরে তুমি
তোমার কর্মে অবিচল
তোমার ধর্মে অবিচল
শিয়ালদহ
তোমাকে প্রণাম।