গারো পাহাড়ের গদ্যে ড. এস এম শাহনূর (পর্ব -১৪)

দানবীর
সৎ ও মানব দরদী মহেশ চন্দ্র ভট্টাচার্য:
একবার বিষম ঠান্ডা লেগে পায়ে মোজা ও গরম কাপড় পরে জনসম্মুখে আসতে দারুণ কুণ্ঠাবোধ করেছিলেন।
ব্যক্তি জীবনে এতো সৎ ছিলেন যে, দান করার সময় যাতে তাঁর নাম প্রকাশ না পায় তাঁর জন্যে বার বার অনুরোধ জানাতেন।তিনি ছবি তোলা ও প্রকাশ করাও ছিলেন ঘোর বিরোধী।তার পর ও একবার ” চুন্টা প্রকাশ ” পত্রিকায় তাঁর নাম ও ছবি প্রকাশিত হলে তিনি দারুণ ক্ষোভ প্রকাশ করেন এবং গভীর দুঃখে কাতর হয়ে পড়েন।
➤খাঁটি দেশপ্রেমিক মহেশ চন্দ্র ভট্টাচার্য:
একবার যে কোনো ভাবে হোক রেল যোগে তাঁর কোম্পানির মালামাল চলে এলে তাতে মাশুল ছিল না দেখে তিনি তাঁর কর্মচারীকে দুই টাকার টিকিট কিনে তা ছিঁড়ে ফেলতে নির্দেশনা দেন।রাষ্ট্রীয় পরিশোধিত কর দেওয়াতে তাঁর ছিল সজাগ দৃষ্টি।