গারো পাহাড়ের গদ্যে ড. এস এম শাহনূর (পর্ব-১১)

দানবীর
১৯২৬ সালে রামমালা ছাত্রাবাসের ছাত্ররা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেয়।মহেশাঙ্গনে শেষদিন ২২ ফেব্রুয়ারী কুমিল্লাবাসীর উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক বক্তব্য প্রদান করেন।সেই স্থানটি রবীন্দ্র স্মৃতিস্তম্ভ হিসাবে এখনো চিহ্নিত।
➤ঈশ্বর পাঠশালার প্রখ্যাত শিক্ষার্থী যাঁরা:
তাঁর প্রতিষ্ঠিত ঈশ্বর পাঠশালা ভারত ভাগের পূর্বে দীর্ঘ সোনালি যুগের ইতিহাস সৃষ্টি করেছিল প্রথম প্রধান শিক্ষক পন্ডিত জানকীনাথ সরকারের কল্যাণে। পাকিস্তান আমলেও এই প্রতিষ্ঠানের সুনাম ছিল সর্বত্র। স্বাধীনতার পর পরিবর্তিত পরিস্থিতির কারণে দ্রুত এর ঐতিহ্য হারিয়ে যেতে থাকে। এই বিদ্যালয়ের একাধিক ছাত্র দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠা লাভ করেন। যেমন অর্থনীতিবিদ অধ্যাপক ড.অম্লান দত্ত, কবি অমিয় চক্রবর্তী, চিত্রশিল্পী অজিত চক্রবর্তী, চিত্রশিল্পী বিমল কর, প্রফেসর আব্দুল খালেক রহ, ব্যাকরণবিদ অধ্যাপক ড.হরলাল রায়, শিক্ষাবিদ অজিতকুমার গুহ, ত্রিপুরার শিক্ষামন্ত্রী কবি অনিল সরকার, নজরুলসঙ্গীতশিল্পী ও গবেষক সুধীন দাশ প্রমুখ।