প্রবাসী ছন্দে এস এম রুবেল হোসেন (বাংলাদেশ)

স্মৃতি
রোজ খুন হই
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই
বেচাকেনার ধুমধামে
চেনা মুখের আড়ালে
রঙিন মুখোশের শহরে
আমি নিত্য খুন হয়ে যাই
বেওয়ারিশ লাশের সৎকার হয়না
হয়না পোস্ট মর্টেম
ময়নাতদন্তের আশ্বাসে শেষ ইচ্ছেটাও পূরণ করে
জীবন্ত সরীসৃপ রুপে,
ক্ষমা করো হে প্রভু
নিষ্প্রাণ হৃদয়ের আকুল মিনতি
প্রটোকল ভেঙে দাও
ধ্বংস করে দাও গোলাবারুদ
অচল পড়ে থাকুক কেবলই ময়দান
ছড়িয়ে ছিটিয়ে থাকুক
মরা পাতার মতো কিছু স্মৃতি।