কবিতায় পদ্মা-যমুনা তে শেখ মামুনুর রশীদ

হেলেন
অমিত রায়ের লাবন্য হতে পারতো সে, হতে পারতো চন্দ্রমুখী,
পথের পাচালীর দূর্গা, কিংবা সুনিলের বরুনাও হতে পারতো ।
বনলতা সেন হলেতো কথাই নেই, পার্বতী হলেও মন্দ হতো না,
মায়াবী হাসি আর চাহনী দেখে মোনালিসাও ভাবা যেতো ।
দুরন্তপনা আর উচ্ছাস দেখে ঘাস ফরিং নাম দেয়া যেতো তার,
চড়ুই, শালিক, টিয়া, কোকিল, মাছরাঙ্গাও হতে পারতো সে ।
আয়োজন করে বাহারি ফুলের নামেও নাম দেয়া যেতো তার,
অপরাজিতা, কামিনী, বকুল, জবা, গোলাপ- আরো কতো কি ।
নিরা, বরুনা, পারু, দূর্গা, চন্দ্রমুখী, বনলতা, মোনালিসা,
কিছুই হলোনা সে, না ফুল, না পাখিও, সে হলো হেলেন ।
ট্রয়ের হেলেন, আমার হেলেন।।