কবিতায় পদ্মা-যমুনা তে শেখ মামুনুর রশীদ

বিষন্নতায় বলি
চারিদিকে এতো উদ্বেগ, উৎকন্ঠা
তখনও তুমি নির্বিকার
ঠায় দাঁড়িয়ে রইলে নেশার বারান্দায় ।
প্রেমহীন চোখে, একাকি রাতে তুমি
উদাসী পাখির মতো গাও
এক চিলতে ভালোবাসার গান ।
অামাকে ছাড়া, কিংবা অামাকে ছেড়ে
দুর অাকাশে কি করে করো
সাদা মেঘের সঙ্গে সন্ধি ।
চারিদিকে এতো উদ্বেগ, উৎকন্ঠা
কেবল তোমাকে না পেয়ে, তোমাকে হারিয়ে
নিজে হই রোজ বিষন্নতায় বলি ।।