কবিতায় পদ্মা-যমুনা তে ‌শেখ মামুনুর রশীদ

বিষন্নতায় ব‌লি

‌ চা‌রি‌দি‌কে এ‌তো উ‌দ্বেগ, উৎকন্ঠা
তখনও তু‌মি নি‌র্বিকার
ঠায় দা‌ঁড়ি‌য়ে রই‌লে নেশার বারান্দায় ।

‌প্রেমহীন চো‌খে, একা‌কি রা‌তে তু‌মি
উদাসী পা‌খির ম‌তো গাও
এক চিল‌তে ভা‌লোবাসার গান ।

অামা‌কে ছাড়া, ‌কিংবা অামা‌কে ছে‌ড়ে
দুর অাকা‌শে কি ক‌রে ক‌রো
‌সাদা মে‌ঘের স‌ঙ্গে স‌ন্ধি ।

চা‌রি‌দি‌কে এ‌তো উ‌দ্বেগ, উৎকন্ঠা
‌কেবল তোমা‌কে না পে‌য়ে, তোমা‌কে হা‌রি‌য়ে
নি‌জে হই ‌রোজ বিষন্নতায় ব‌লি ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।