কবিতায় বলরুমে সঙ্গীতা মুখার্জী মণ্ডল

কামনার রূপকথা
ইচ্ছেরা জানার আগে শেষ হলে
মরে যায় উৎসাহ;
ভালো থেকো সময়,ভালো থেকো সময়ের আশ্বিন মাস।
বুকের পকেট থেকে ছলকে যাওয়া তীব্র যৌন কপাট,
গাছের ছায়ায় নিত্য সিঁদুরের আনাগোনা
কিংবা স্মৃতির মিছিলে একা হয়ে যাওয়া সময় জেনেছিল
বুকের ওপর হাত রাখলেই সত্যেরা কামরূপ হয়ে যায়
কিন্তু পুরনো কোনো কাম ভালোবাসার যোগ্য হতে অচেনা মৃত্যুর ভোগে।
নতুন এক চিড় সবুজ এবং শুরুর অঙ্গীকারে।
অন্ত্যেষ্টি ক্রিয়া কেবল ঝুলন্ত মিনারের চূড়ার ইতিহাস লেখে
বিশুদ্ধতা কামনার রূপকথা,
রূপ তারই বশীভূত এক সময়ের ইতিকথা।