কবিতায় সঙ্গীতা মুখার্জী মণ্ডল

কলঙ্ক পুরুষের গায়েও লাগে
অকারণে কারণ খোঁজা যাদের অভ্যাস
সামনে তাদের জন্য সহানুভূতি দেখিয়ে
পিছন থেকে ছুরি চালিয়ে যদি একটা সাংসারিক তল্লাশি
নেওয়া যায় তাদের ঘরে এবং নেওয়াটা ভীষণ জরুরী।
ছোটো থেকে যখন বড় হয় নখ, তখনই কেটে ফেলতে হয়
না হলে তার মধ্যে ধুলো বালি ময়লা, এমন কি বিষও…
ঠিক তেমনি করেই অনলাইন খেলাগুলো সেজেগুজে
পাশে বসে থাকে খলনায়িকার বেশে।
ঠিক সময়ে তাকে বেঁধে ফেলে অভ্যাসে থেকে দূরে সরিয়ে নিতে হয়
এক একটি মুহুর্তে মায়েরা ছেলের ভালবাসা থেকে বঞ্চিত হতে থাকে।
পতিতার মনে কালি নেই তবু তার গায়ে কলঙ্কের দাগ
আমাকে ভাবায়, তবে কি চাঁদও বেশ্যা
ব্যাকরণে লিঙ্গ নাকি স্ত্রী, পুরুষ অবশ্য আরও দুরকম আছে…
কেউ কি জানে
কলঙ্ক স্ত্রীর অলঙ্কার, যদিও চাঁদকে বলে পুরুষ।
কলঙ্ক তবে কি পুরুষের গায়েও লাগে!