T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় ডা. সুচন্দ্রা মিত্র চৌধুরী

আমার দুর্গা
আমার দুর্গা আমার মতো
একলা দুঃখে কাঁদে
আবার কখনো, আনন্দ ধারায়
নতুন গল্প গাঁথে।
আমার দুর্গা আজ পথের ধুলায়
বসে আছে খালি হাতে
হবে কি তাদের স্বপ্ন পূরণ
এমন শারদ প্রাতে?
আমার দুর্গা ফসল ফলায়
কাস্তে নিয়ে হাতে
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে
ফসল তোলে একসাথে।।
আমার দুর্গা ছেলে কোলে
নিয়ে,বাবুর বাড়ির ছাদে
বাসন মাজে, কাপড় কাচে
ষোড়শ পদ রাঁধে।।
আমার দুর্গা দিনমজুরের
কাজ করে বালিখাদানে
আবার বুক চিতিয়ে পিস্তল হাতে
এগিয়ে সমাজের কল্যানে।
আমার দুর্গা আজও পথে ঘাটে
ধর্ষিত হয় বারে বারে
লুন্ঠিত হয়েও দুর্গা আমার
দুর্বল নয় একেবারে।।
আমার দুর্গা প্রতিবন্ধকতা
জানে তুচ্ছ জ্ঞানে সরাতে
কঠিন কঠোর পরিশ্রমে
আগামী কে উজ্জ্বল করতে।।
আমার দুর্গা ঘরে লক্ষ্মী
বাইরে কঠিন সেনা
বদলে দেবে অসামঞ্জস্য
অধিকারের বঞ্চনা।।
আমার দুর্গার তৃতীয় নয়ন
ঝলসে ওঠে প্রতিবাদে
ত্রিশূল নিয়ে অসুরদের
বধ করে নিজ হাতে।
আমার দুর্গা শৃঙ্গ চুড়ায়
দেশের পতাকা গাঁথে
দুর্গম পথ ভেদ করে চলে
জয়ের তিলক মাথে।