T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় সুমিত মোদক

রুদ্র মুদ্রায়

তুমি কখনও তোমার বুকে হাত রেখে শুনেছো

কৃষ্ণগহ্বর থেকে ভেসে আসা শব্দ !
দেখেছো কখনও অসহায় মায়ের করুণ দু চোখ !
রাজপুত রমণীরা জানে কি ভাবে বলিদান দিতে হয়
জীবনকে
কেবল মাত্র হাজার হাজার বছরের পরম্পরা
বাঁচিয়ে রাখতে ,
নারীর সম্মানটুকু সযত্নে সাজাতে  ;
চিতরের মাটি , ঝানসির মাটি , গঙ্গারিডির মাটি
মিলেমিশে একাকার ,
নাম তার ভারতবর্ষ ;
তুমি তো এ মাটির মাটির বুক চিরে জন্ম নিয়েছো ;
অতিক্রম করেছো লক্ষ্মণরেখা ;
তা হলে কি আবার পাতাল প্রবেশ !
নাকি চণ্ডীপাঠে রুদ্র মুদ্রায় প্রলয় নৃত্য !
সন্তানের কপালে চুম্বন এঁকে দিলে
পৃথিবী শান্ত হবে জানি ;
প্রেমিকের চোখে চোখ রাখলে আকাশের বুকে
জেগে উঠবে কালপুরুষ , সপ্তর্ষি মণ্ডল ;
একটু সময় করে নিজের বুকে হাত রেখো ;
একটা পা রেখো মহাকেলের বুকে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।