কবিতায় সৌরভ মাঝি

ভগবান

পারেনি, ভগবান বাচঁতে পারেনি;
ভগবান ক্ষুধার্ত ছিল , মানুষ খাবার ঢেলেছিল মূর্তির পায়ে ।
বিলাসিতায় মগ্ন সমাজের সামনে ভগবান আস্তাকুঁড় হাতড়ে ছিল জীবনের সন্ধানে ;
পেয়েছিল এক মুঠো হতাশা ।
রোজ ফুটপাতে , মন্দিরের চৌকাঠে , চাষের ক্ষেতে , আইনের দাড়িঁপাল্লায় অবহেলিত হয় ভগবান ;
মৃত্যুর খোরাক যথেষ্ট ছিল ঈশ্বরের ।
পাথরের টুকরোর সেবায় ব্যস্ত মানুষ ;
রক্ত মাংসের ভগবানের মৃতদেহ সৎকার করেনি ।
হয়তো বাচাঁতেও পারবে না সহস্র ভগবানদের মৃত্যুর হাত থেকে ,
তবু যেকটা দিন ভগবানের জঠরে খিদের আগুন জ্বলবে ;
এই অজ্ঞাতের কলম চলবে ।
অলিগলিতে খুঁজে বেড়াবে বুকভরা জীবনের সৌরভ ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।