মানুষ আর মৃত্যু , এ ছাড়া আর আলোচনা করার কিচ্ছু নেই।
দেশ বিদেশ সারা পৃথিবী, এবং মহামারী।
এর মধ্যেই কত রকম দুর্নীতির খবর।
একদিকে ধনী দরিদ্র নির্বিশেষে মানুষ চেষ্টা করে চলছে অন্য আর্ত মানুষের হার ধরতে। অন্যদিকে টিকা ও জাল হচ্ছে। দুর্নীতির চরম কার্যকরী করে চলেছে মানুষ শুধুমাত্র অর্থলিপ্সু হয়ে।
সত্যই সেলুকাস!!
ভাগ্যিস অন্য পশু উদ্ভিদ এদের মধ্যে অর্থ নামক অনর্থের আদানপ্রদান নেই।
নইলে পৃথিবীটাকে বাঁচানোর কোন রাস্তাই থাকত না আর।