T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সংযুক্তা মজুমদার

শাওনবেলার কবিতাগুচ্ছ
১. হারিয়ে ফিরে পায় ………
অনেক পুরনো স্মৃতি
কিচ্ছু আস না মেটা আশা
অনেক চোখের জলে
ডুবে যাওয়া ভালবাসা
কিছু পক্সের দাগ
কিছু ছেলেমানুষি কুন্ঠা
আজ মেঘলা দিনে
আবার উদাস রাই এর মনটা
কতো ছোট ছোট হাসি
কতো নীরব চাউনি
কত শিরশিরিয়ে ওঠা
যা সে কখনো বোঝেনি
কত ছেড়ে দিয়ে সরে যাওয়া
ফিরে পাবার অপেক্ষায়
কিন্তু দিন ফুরিয়ে গেল
সব চাওয়া …… সবাই কি আর পায়?
কত হইচই এর কোলাহল
মনে হয় এই কালকের কথা
কত অকারণ কথায় পাতা ভর্তি
রাই এর স্কুলের খাতা।
তাই ত সে আজ ও আছ সাথে
না থেকেও অনেক খানি জুড়ে
একটি বার ই তাকিয়েছিল বোধহয়
এক মুহূর্ত ভালবাসায় ভরে
সেই টুকুই সত্যি হয়ে থাক
সব পেলে জীবন হারিয়ে যায়
তাই ত রাই বার বার নিজের মাঝে
আজ ও তাকে হারিয়ে ফিরে পায় ………
2. স্বপ্নের নৌকা…
এইরকম বৃষ্টির দিন আমাদের খুব প্রিয় ছিল,
তোর মনে আছে
একবার তোর বাড়িতে
খিচুড়ি রেঁধে খেয়ে দুজনেরই মাথায়
মজার ইচ্ছে জাগল…
বাড়িতে যত ফেলেদেওয়ার কাগজ জমিয়েছিলি
তাই দিয়ে আমরা প্রায় দুশোটা কাগজের নৌকা
বানিয়েছিলাম…
মনে আছে?
আর প্রত্যেকটাতে আমাদের নাম,
তেপান্তরের মাঠ, অঞ্জনা নদী,
আমাদের বাড়ি – পাগলা দাশু,… পোশা ভুলু,
কিছু আল্পনা, আর অনেক স্বপ্ন লিখে, এঁকে
সাজিয়েছিলাম…
আমি সেই নৌকার মালা গাঁথতে বসলাম
আর তুই একটা করে মালার ছড়া
আমাদের প্রিয় কদম গাছে টাঙিয়ে দিলি।
কি সুন্দর যে লাগছিল
আমাদের স্বপ্নগুলোকে এমন ভাবে দুলতে
দেখব হাওয়ায় ভাবিনি কখনো…
যদি হারিয়ে যায় তাই তোর সদ্য কেনা
নতুন ক্যামেরায়, যেখানে শুধু আমি বন্দি ছিলাম
সেখানে ওদেরও বাঁধলাম…
আজ বাদলে সেই স্বপ্ন খুঁজে পেলাম
বৃষ্টিতে ভিজে যাওয়া স্বপ্ন
চোখ ঝাপসা করে
হারায় না…