কবিতায় শিবাই মুখার্জী

নিঃশব্দে
এক নিঃশব্দ দুপুর,
খোলা বারান্দা,
খাটের পাশে টেবিলে রাখা অর্ধেক খাওয়া আপেলের টুকরো।
সূর্যের আলো এসে পড়েছে অশ্বত্থ গাছের উপর, বিড়ালছানাটি দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে,
রান্নাঘর থেকে এঁটো বাসনের বেসুরো শব্দ ভেসে আসছে।
উঠোনে গাছের ছায়া পড়ে এক আলো আঁধারের খেলা চলছে, সামনের বাড়ির দিদা ছাদে রোদ পোয়াচ্ছে আর আচার শুকোতে দিয়েছে।
এ এক মায়ার, অনুভূতির দুপুর।
আমি একমনে তাকিয়ে আকাশের দিকে, কোনো কিছুই যেন আমাকে টানতে পারছে না।
শুধু মনে হচ্ছে কেউ হয়তো এই নিঃশব্দ দুপুরে এসেছিল কোনো একদিন এবং এক দুপুর স্মৃতি আমাকে দিয়ে চলে গেছিল।
যা আজও আমার অবচেতন মনে এসে ধরা দেয়, কিন্তু চোখের সামনে ভেসে ওঠে না, বাস্তবে মৃত।
এ এক অদ্ভুত দুপুর !
যাকে অনুভব করা যায়, স্পর্শ করা যায় না।
এ এক অদ্ভুত দুপুর।