|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় সোনালি

অত্যাগসহন
অনেক অনেক যুগ আগে
সব ছেড়ে গভীরে এসেছি
রাজসভা সূক্ষ্ম বস্ত্র বেশভূষা
রত্ন অলংকার ; আর তুমি
রঙ রস সখ্য ইত্যাদিও
প্রাণের দোসর শিশু
তোমাকেই দেখিয়ে এসেছি
তাদের সুমিষ্ট স্বর গেয়ে ওঠে
আমাদের গীত
রামায়ণ বলে তাকে লোকে
যে পৃথিবী তোমার আপন
যাদের প্রীতিতে তুমি জনপ্রিয় হতে
চেয়ে থাকো
রাজকোষ পূর্ণ হয় অশ্বমেধ যাদের কৃপায়
সীতার প্রেমের যারা
বহ্নি দিয়ে সাক্ষ্য দিতে বলে
সেই সব জনগণ
তাদেরই রঞ্জন করে রাজা
সভার প্রকাশ্য প্রশ্ন
কেন নারী স্বাধীন যাপন
কেন তার মুক্ত গতিবিধি
তবে তার নিষ্ঠার প্রমাণ
সভা চায়
সে প্রমাণ দিক
তাই তুমি ত্যাজ্য হলে প্রেম
তাই তাজ্য তোমার জগৎ
তাই আমি পূর্ণ বসুন্ধরা
ধরিত্রীতে পুষ্টি দিই প্রাণ
লালন আর রস যত্নে ভরি
কচি শস্য নবীন সবুজ
তোমাদের থাক মুক্ত বায়ু
আমার মৃত্তিকা থাক দূরে সুগভীর
চেতনায় একান্ত আমার
অবাধ চিন্তা ও দেহে
স্বাধিষ্ঠানে সম্মানে স্বয়ং
চিরমুক্ত সম্পূর্ণ স্বাধীন।