কবিতায় সুনন্দ মন্ডল

তবুও কেমন ভাগ হয়ে আছি
দেশ ভাগ কি নেই আজও?
ভাগ হয়ে আছে মানুষ!
এখনও সব আলাদাই বুঝি
হয়নি কারও হুঁশ।
ওই দূরে জ্ঞানের আচার
ভুলে গেছি সব রক্তে।
লিখেছি যা শিখেছি পড়ে
বুঝিনি কিছুই ভক্তে।
হাজার হাজার মানুষ যদিও
থাকি একই বৃত্তে।
তবুও কেমন ভাগ হয়ে আছি
কঠিন রূঢ় সত্যে।
ওই তো সেদিন রামের বাড়িতে
ফুল পাঠিয়েছিল সাদা।
তারই বদলে ঘটে গেল লাল
আজ রহিমের দাদা।
রহিমের বাড়ি যেদিন ঈদে
হাজির এ পাড়ার নেতা ।
প্রলোভনে শুকনো আলাপ
ছিল মিথ্যে গল্প পোঁতা।