আমার কাছে
সারাটা রাত তোর জন্যে জেগে ছিলাম ;
অথচ, তুই কি সুন্দর ভাবে ঘুমিয়ে পড়লি
তোর হাতে সাজানো চিতাকাঠে ;
আমি সারা জীবন তোর জন্যে অপেক্ষা করবো
শ্মশান ভূমি থেকে একটু দূরে
আমার জন্যে রেখে যাওয়া তোর ভিটে মাটিতে ;
যেখানে সকালের আলো নেচে বেড়ায়
তাথৈ …তাথৈ …
বাতাস কানের পাশ দিয়ে চলে যাওয়ার সময়
বলে যায় অমরত্বের সংলাপ ;
যেটি এক সময় তোর আয়ত্বের মধ্যে ছিল ,
সেটি কত সহজে ভুলে গেছে
তোর
আত্মীয়-স্বজন , বন্ধু-বান্ধব , বাড়ির সকলে …
আমিও তো ভুলতে চেয়ে ছিলাম তোকে
নিজেকেও …
কিন্তু , বার বার ফিরে আসি তোর কাছে ;
কারণ , শ্রাবণের বৃষ্টিতে ভিজে গেয়ে ছিলিস
জীবনের গান ;
সে গানের সুর কেবল আমার কাছে আছে ।