কবিতায় শর্মিষ্ঠা মাজি

তোমরা জানো বসন্ত এসেগেছে
মৃদু বাতাসের মাঝে
পলাশের বনে ঘুরে ভ্রমর ,
ফাগুনের ঝরা পাতার ক্রন্দনে
আসে ফাগুন পলাশের আহ্বানে।
ঋতু রাজ বসন্ত আসে অল্পসময়
প্রভাতের কুহুতানে কোকিল ঘুম ভাঙায় ,
প্রকৃতি সুরভীত আম্রমুকুলের হাতছানি ব্যাকুলতায় ।
বসন্ত এসেগেছে,প্রান্তরে প্রান্তরে নতুন ছন্দ ,সৃষ্টি করে অনুভূতির অন্তরে ।
প্রেমিক প্রেমিকা মাতে ভালোবাসার বন্ধনে
তবে প্রেম তাদের শব্দের সাথে
শব্দের মালা গাঁথে ভালো বাসার বন্ধনে ।
পাখির ডানামেলে উড়ে আনন্দেরপ্রত্যাশায় ।
সবার মনে জাগে হৃদস্পন্দন
স্বপ্নের পাল তোলে
রাঙ্গিয়ে খুশির বিন।
সবার মনেরঙ সাগরের তুফান
হাওয়া লাগে রঙের মাতন।।