ক্যাফে কাব্যে সুমিতা মুখোপাধ্যায়

কবিতা নিস্তরঙ্গ হ্রদ
এক একটা বোতাম খুলে আদুরে রাত
শরীর ঢেলে দেয়
আমার রাত বিছানায়।
নাছোড় এক মুদ্রাদোষে আমি জাদুদন্ড খুঁজি,
মেহেন্দিপাতার ক্লান্তিহীন
ঝরে যাওয়ার মিছিলে
আগমন চুপকথার গোপন গহ্বরে
খুৃঁজি তোমাকে।
ঊন অন্ধকার মেঘ আজ
গাঢ়ো অভিমানে এক নিটোল পাহাড়
জলের শূন্যতায় ভিজে যায় জীবনবিমার ডাইরি।
নিস্তরঙ্গ হ্রদের ওপারে দাঁড়ানো
একাকী বাতিঘর ঝাঁপসা;
বিহ্বল কিছু মুখ অসহ্য রূঢ়তার মতো
ছুৃঁয়ে ছুৃঁয়ে যায় আমার
আজন্ম ভিক্ষাপাত্র।