সম্পাদকীয়

আমার পূজার ফুল ভালবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝো না..
শিল্পী কিশোরকুমার গাঙ্গুলির জন্মদিন ৪ অগাস্ট। তাঁকে ঘিরে সুরচর্চা আছে।
শ্রাবণ পেরিয়ে ভাদ্র, তার সাথে অঝোরে বর্ষা, জল জমার বিরক্তি, আছে।
কোভিড আর তার এদিকে ওদিকে ছোবল, আছে।
তবু এই বাদলের ধারাপাতের ফাঁকে, অতি সাধারণ মানুষ ও বুকের মধ্যে শুনতে পায় মেঘ মল্লারের মীঢ়।
কে যেন মেঘদূতের বিরহী যক্ষ হয়ে আকুল চাওয়া নিয়ে বলে, এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।
কৈশোর ছুঁয়ে বার্ধক্যের সোপানেও তির তির করে জল ছোঁয়া দিয়ে যায় গভীর জীবননদী।
অনুনয় করে বলে, ” যেওনা যেওনা শপথ লাগে “….

সোনালি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।