বছর ঘুরে এলো। পৃথিবী ফিরে এলো নিজের আবর্তে। মানুষের জীবন মহামারীকে ভয় না পেতে শিখে উঠলো ধীরে ধীরে। আবিষ্কার হল টিকা, কোভিড করোনা ভাইরাসের সংক্রমণকে ঠেকাতে। এর মধ্যে কত প্রাণ চলে গেল। কত ক্ষয়ক্ষতি। মুখোশ পরে নিজেকে ঢেকে রাখাই এখন থেকে অবশ্য কর্তব্য হলো।
বেশ। তবে ঢাকাই থাক কথারা।
সুস্থতা আসুক।