ছড়া-কবিতায় শাজাহান কবীর শান্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অহংকার
মানুষের ছায়া যেই মানুষের থেকে
হতে হতে হয়ে যায় তার থেকে বড়,
আকাশের সূর্যটা মনে রেখো তুমি
ডুবে যায় ওই ক্ষণে হয়ে জড়সড়।
ফলছাড়া গাছ দেখো টনটনে খাড়া
ফল এলে সেই গাছ নুয়ে থাকে ভারে,
বাতাসেই পাতা নেড়ে মাথা উচু করে
তার নিচে গাছগুলো ঢেকে ঢেকে মারে।
লতা গাছ ডগমগ ঝকমকে রূপে
সব থেকে তার সেরা চেহারাটা নাড়ে,
যার গায়ে বেড়ে ওঠে তার ঢেকে রেখে
নির্যাস খেয়ে খেয়ে আরো আরো বাড়ে।
মানুষের কাছে গিয়ে সেবা দিতে গিয়ে
বারবার হয় কত ক্ষত-বিক্ষত,
যাকে করো বড় কিছু, বলে- সে তো ইশ!
মূল্যটা কিনে নেবো বলো ঠিক কত!