কবিতায় সন্দীপ কুমার মিত্র

থাকে না থেমে সময়
এখনো কি খোঁজো আমায়, নাকি
শুধুই খুঁজে চলি আত্মার তাড়নায়—
ভালবাসার মেঘ যখন উড়ে যায়
দেখে না সে কত পিপাসা নিয়ে
অনন্ত অপেক্ষায় জীবজগৎ—
মাটি ফেটে চৌচির হয়ে থাকে,
পাতা ঝরা গাছগুলো, চেয়ে থাকে
অনন্ত আকাশের দিকে,
যদি—
জীবনের কতগুলো বছর, কেটে গেল
এই ভাললাগার খামখেয়ালি পনায়
জানিনা সীমাহীন অপেক্ষা আর,
কতোকাল বেঁচে থাকবে
সসাগরা পৃথিবী দেখার আশায়।
কখনো যদি মনে পরে
ফেলে আসা সোনালী ভোরের কথা
পাকদন্ডী বেয়ে ছুটে আসার কথা
দুরুদুরু বুকে কাছে পেয়ে, নির্বাক,
নিস্পলক হয়ে, চেয়ে থাকার কথা—
সেদিন একটা ধুপ ধরিয়ে রেখে এসো
সেই দেবদারু গাছের তলায়
যেখানে আমরা যেতাম হারিয়ে।