কবিতায় সঞ্জয় কুমার কর্মকার

নৈঃশব্দ্যের ভাষা
কষ্ট বহন করাটাও বেশ অনিবার্য পীড়ন,
কষ্ট যেন নেপথ্যচারী অন্তঃস্রোতের মত খোঁজে,
আত্মনের উন্মেষ ঘটেই চলেছে…!
নীরবতা আর বিষণ্নতা, আবরণ হয়ে পাখিদের আর্তনাদে অলীকত্ব হয়ে শূন্যে ভেসে যায়…।
নির্ঝর নৈঃশব্দ্যের ভাষা দূরত্বকে বেশ অবলুপ্ত করে চলে…!
রাশি রাশি কত দলিল ও দস্তাবেজ, রাঙা শব্দ ভেসে
কবিতার বিলাপ, নিষ্ফল ও শব্দেরও কত প্রতিফলন…
দর্শনের মত উঁচু ছায়ায় ভীষণ বাঙ্ময় করে তোলে…!
অর্থহীন অন্যায্য আড়ম্বর তবুও জীবনটা কতটা অধরা,
ক্লান্তি বিনাশ অবসাদ অমোচনীয় বেদনারও শেষ নেই…!
কলহ, দ্বন্দ্ব জীবন অর্থময় হয়ে ওঠে!
চিরনিবিষ্ট জ্যোৎস্না চরাচরে মেঘের আঁচল ধরে কবিতার উন্মেষ হয়ে ওঠে,
বিমূর্তকরণ কবিতা যেন সমাচ্ছন্ন করে দিয়ে য়ায়।