শুনুন মশাই -আমি কখনো কবিতা পাঠ
জনসমক্ষে করি নাই ।
মাঝে মাঝে ভাবি -আমি কবি হবো,
লেখক হবো, হবো আবৃত্তিকার ।
সত্যি বলছি —
চেষ্টার কোন ত্রুটি ছিলোনা আমার ।
লিখতে গিয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ি
তবু আমি কবিতা লিখি ভালো!
গল্পটাও মন্দ নয়,
আর আবৃত্তি?
আমার প্রেমিকা বলেন —ওটা তোমার
মোটেই হবার নয় —
মৃদু হেসে, আমি যখন বলি কেন?
তখন ও কাঁধ ঝাঁকিয়ে, একটু হেসে
মিষ্টি করে বলে —-স্যরি, ওটা সবার জন্য নয় ।