আমি বলছি না আমাকে নিয়ে সবসময় ভাবতে,
আমি চাই, কেউ আমাকে একটুখানি ভালোবাসুক|
কেউ থাকুক, মনের কথা শেয়ার করার জন্য
কথা গুলো জমা থেকে একটা উপন্যাস হয়ে উঠেছে||
আমি বলছি না, আমার দুঃখ গুলোর ভাগ নিতে হবে
আমি চাই, জীবনের আনন্দগুলো একটু ভাগ করে নিতে||
কেউ আমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করুক|
আমি বলছি না, আমাকে গান শুনিয়ে ঘুম পাড়াতে হবে
হেডফোনে গান শুনে ঘুমাতে আমি অভ্যস্ত, আমি চাই
কেউ আমাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিক
প্রতিদিন অ্যালার্ম বন্ধ করতে করতে আমি ক্লান্ত||
আমি চাই কেউ আমার ঘুরে বেড়ানোর সাথী হোক|
জিজ্ঞেস করুক, আমার কখন কি ভালো লাগে?
বাইরে থেকে কখন বাড়ি ফিরবো?কখন ঘুমাবো?
আমি বলছি না, আমাকে নিয়ে সবসময় ভাবতে|
আমি চাই, কেউ আমার খুশির সঙ্গী হোক|
কেউ আমার পাশে থাকুক, আমার প্রতিটা ভুল শুধরে দিয়ে আমার ভালো কাজ গুলোকে সাপোর্ট করুক|
কেউ বলুক এগিয়ে চলো ভয় নেই, আমি সাথে আছি|
কেউ একজন হাতটা শক্ত করে ধরুক
আমি চাই কেউ জিজ্ঞেস করুক,
আমার কোনো হেল্প লাগবে কিনা?