কবিতায় শমিত কর্মকার

বন্ধ হয়নি সৃষ্টি
কবি ঘুমিয়ে পরেছে কিন্তু কবিতা জেগে
ভাবনায় কোন খামতি হচ্ছে না
ঘুমিয়ে থাকা মনের এখন চিন্তা সচল
ঘুমিয়ে থাকা মনে স্বপ্নই জাগিয়ে রাখে।
ঘুমের ঘোরে কবির কবিতা লেখা হয়
অবচেতন মনেই প্রেম বিরহ আরও কতো গল্প
ফেলে আসা দিনের গল্পগুলো জ্বল জ্বল করে
কবি ঘুমিয়েও প্রত্যেক দিন কবিতা লিখছে।
নেই পেন নেই মুঠোফোন তবুও চলছে
এক এক দিন নতুন চিন্তা ধারার গল্প কথা
কথার পর কথা জুরে সৃষ্টি হয়ে চলেছে
তাই ঘুমিয়েও কবির কবিতা লেখা বন্ধ হয়নি।