কবিতায় শমিত কর্মকার

হঠাৎ করেই
চোখের দেখা একটা নতুন বই
হাতে তুলে নিয়ে যখন তার গন্ধ পেলাম
মনভরে গেল প্রথম পৃষ্ঠায় ছবিটা
না জানি বই এর অক্ষর মালা কতটা সুন্দর।
লেখকের পেনের লেখা আজ ছাপার অক্ষরে
বহু ভাবনা শেষে লেখকের এই সৃষ্টি
হাতের বই ধীরে ধীরে একটি ঘটনার মধ্যে
পেয়েছি বলেই লেখক তুমি আমার কাছে শ্রেষ্ট।