কবিতায় শমিত কর্মকার

চায়
চুমুকেই যেন অন্য স্বাদ
বহু ক্লান্তির অবসান মুহূর্তেই
পাড়া বা রাস্তার ধারে পরে থাকবেই একটি ভাড়
এক কাপ চা, চুমুকেই আনন্দ।
কাজের পর বা আড্ডায়
সবার হাতেই থাকবে চা
তুমি আছো বলেই না
সবাই মেতে ওঠে চায়ের আসরে।
তোমাকে পেলেই প্রানে আসে জোয়ার
আট বা আশি সবার কথা ভালোবাসি
শহর থেকে গ্রাম কোথায় নেই তুমি
মুহূর্তেই ঝড় ওঠে চায়ের কাপে কাপে।