।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শেখর কর

বুনন
সান্নিধ্যের স্বপ্ন দেখি
তোমার চোখে এঁকে দিই
যাপনসুখের মায়াকাজল
উঁকি দেয়
পাহাড় সাগরপাড়
মরুর সূর্য-ডোবা-আলো
নিবিড় নীল ঘেরাটোপ
মরসুম শেষে
উড়ে যাবে পরিযায়ী
পরমায়ুর প্রান্তরেখায়
তবু এই অন্তহীন বুনন
অনঙ্গের ঘর গেরস্থালি….
কাঁপন
মেঘে মেঘে বেলা গড়ায়
শূন্যতা পূরণের উতল বাতাস
বাষ্পীভূত হয়ে ওঠে
শেষবেলার ট্রেন পার হয়ে যায়
গাঁ গঞ্জের মাঠঘাট
নিঃসঙ্গ গাছের মত দেখে যাই
এইসব চলে যাওয়া…
সন্ধ্যাপ্রদীপ আর প্রার্থণার ভাষা
ভেসে যায় নির্মোহ স্রোতে
দূরে থেকেও টের পাই তার
প্রতীক্ষার দীর্ঘশ্বাস
সে বাতাসে কাঁপন লাগে আজও
আমার পাতায় পাতায়…