আজ বৃষ্টি ঝরুক মনের ঘরে
রং তুলিগুলোকে সঙ্গী করে।।
সাজাই তোমায় ক্যানভাসে
আমার সকাল তোমায় নিয়ে যেমন হাসে।।
প্রাণের কথা রং তুলিতে
বলবো আমি আর শুনবে তুমি।।
ভালোবাসার রং ঝরনা হয়ে নামবে
নদী হয়ে আছড়ে পরে দু কুল ভাঙ্গবে। ।
সবুজ রঙে রঙিন হয়ে গাছের ডাল পাতা
স্নিগ্ধ ছায়া সেই তরুর তোমাকে দিল সজীবতা।।
এই আমার হাতে আঁকা তোমার চোখ দুটি
আমার দিকে তাকিয়ে আছে দুষ্টু চাহনিতে মিটিমিটি।।
আলতো রঙে এঁকে দিলাম
গ্রামের মেঠো পথ।।
চলো না হাঁটি সেইপথ দিয়ে
হাতে হাত আর মনে শপথ।।
আকাশ পাখি ফুল গুলো সব
রঙের পরশ পেয়ে
তোমার সাথে জীবন্ত আজ
স্পর্শের আবেশ নিয়ে।।
ক্যানভাসতে একসাথে দিলাম সকল রঙের ছোঁয়া
নৌকা বেয়ে চলে মাঝি মন বৈঠা আপনি বাওয়া।।
তোমার সকল অজুহাত চঞ্চলতার মাঝে
আমার আশা জীবন্ত আজ মনের ক্যানভাসে।।
স্বাধীনতাহীন কেন আমরা
৭৪বছরের স্বাধীনতা আমাদের
তবু সবার প্রাণের উপলব্ধি পরাধীনতা
স্বাধীনতা হীনতায় কেউ কি বাঁচতে চায়???
কিন্তু পেটে যার ক্ষুধার জ্বালা
আগুন রূপে জ্বলে।
তার কাছে স্বাধীনতা নিছক শব্দমাত্র বলে।।
ভিক্ষার পাত্রে পাওয়া খাবার ও টাকা
যখন ছুঁয়ে দেখে, মুখে যে হাসিটা
ক্ষণিকের তরে ফুটে ওঠে সেটাই স্বাধীনতা।।
লজ্জা নিবারণের কাপড়টা যখন ছিঁড়ে যায়
মাথার উপর চালাটা যখন আর থাকে না
তখন স্বাধীনতা শব্দ টার আর প্রাণ থাকে না।।
তাই স্বাধীনতা কে প্রাণ ফিরিয়ে দাও
দাও অন্ন বস্ত্র বাসস্থান।
স্বাধীন হবে সব মানুষ।। ।
স্বাধীনতা হচ্ছে পরাধীন
যখন তুমি কলমে লিখছো
কিন্তু কাজে কোনও কিছু করছো না।।
মুখে নারী স্বাধীনতা বলছো
আর সেই নারীকেই করছো লাঞ্ছনা।।
সংবিধানের গাল ভরা সাম্যের কথা
আর সমাজের বুকে আত্মবিকাশের পরাধীনতা। ।
স্বাধীনতার হোক নব জন্ম নব কলেবর
মুখের ভাষা আর মনের কথা এক বরাবর।।
একজন কে যদি দিয়ে থাকি সেই অধিকার
সার্থক জনম হবে আমার।।