T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় শ্যামল খাঁ

সহবাস
একটা স্বপ্ন ভাগাভাগি করে দেখা
একটা রাত্রি আধোঘুমে জেগে থাকা
একটা সকাল চার চোখে মিলে দেখে
একটা কবিতা দুই হাত দিয়ে লেখে।
একটাই পথ চারপায়ে হেঁটে চলা
একটাই কথা দ্বৈত কণ্ঠে বলা
সকল বাধাকে সরিয়ে অবলীলায়
জটিল জীবন সমাধান খুঁজে পায়।
একটা নৌকা দাঁড় আর পাল মিলে
তর তর করে বয়ে যায় স্রোত জলে
শত তরঙ্গে আঙুলের অনুভূতি
একটা গল্পে পাঠক আর শ্রোতা একই।
সিঁথিতে রাঙানো সিঁদুরের রেখা নয়
ভালোবাসা দিয়ে জেগে থাকে প্রত্যয়
প্রেমডোরে বাঁধা হৃদয়ের বন্ধন
রাতের শিশিরে ঘাসের আলিঙ্গন।
একটা শরীর গড়ে তোলে বুনিয়াদ
অন্যটা দেয় মাথার উপর ছাদ
দেহের ভেতর রচে আর এক বাসা
নির্ভয়ে সেথা খেলা করে ভালোবাসা।
বিশ্বাস আর ভরসায় বাঁধা মন
বন্ধ চোখেও ছবি ফুটে অনুক্ষন
পলকের সাথে পলকের মিল রয়
সারা দেহ যেন সাবলীল কথা কয়।
একটা জমিতে আধখানা বীজ বুনে
জোড়া লাগে এক নিখুঁত শিল্প গুনে
দেহ আর মনে নুতন ঠিকানা গড়ে
সহবাস বাঁচে সারাটা পৃথিবী জুড়ে।