কবিতায় শমিত কর্মকার।

এটাই হতে পারে
আমি তোমাকে দূর থেকে চিনি
মুঠোফোনে তোমার সুন্দর কথা গুলো
মনকে আনমনা করে তোলে সর্বদাই
তবুও যেন মনে হয় তুমি কাছে না আসাই ভালো।
দূর থেকে ভেসে আসা মিষ্টি কন্ঠস্বর যদি কেঁপে যায়
মিষ্টি কথা যদি কর্কশ হয়ে ওঠে
তখন তোমাকে যদি আর ভালো না লাগে
তুমি দূর থেকেই আমার সাথে কথা বলো।
কাছে আসলেই তোমার সব ধারণা বদলে যাবে
এখন যেটা বল ঠিক তার উল্টোটাই হয়তো বলবে
পারস্পরিক বোঝাপড়ায় ঘূণ ধরবে
তুমি তাই দূরে থেকে মিষ্টি মিষ্টি কথাটাই বলো।