কবিতায় শ্যামল খাঁ

অভিসার
সারারাত শব্দ হাতড়াতে হাতড়াতে ভোর রাতে
ঘাসের আগায় দেখা পেলাম শিশির বিন্দুর
এক গভীর আলিঙ্গনে বাঁধা,
বুঝলাম নিঃশব্দ এই শব্দের নাম ভালোবাসা।
দূর আকাশ থেকে সে কখন নেমে এসে
চুপি চুপি পরশ দিয়ে গেল নীরবে,
লোক চক্ষুর অন্তরালে।
কথাহীন অদৃশ্য সে যোগাযোগ
বাতাসে বাতাসে ভাসমান তার তীব্র আকুতি,
অসম দুই সত্ত্বা
চুম্বকীয় চুম্বনে ভরিয়ে দিল
ভাসিয়ে দিল পরস্পরকে।
ভালোবাসার আকাশে দামাল দুরন্ত প্রেম
ঠিক তার পথ খুঁজে নেয়,
পথ খুঁজে নেয় বেগবতী নদীর মতো
সাহসী বাতাসের মতো, সব বাধা সরিয়ে।
আলো ফুটে উঠলে কোলাহলে মুখর হয় পৃথিবী
লজ্জায় রাঙা হয় পুব দিগন্ত।
অভিসারের নিশান ওড়ে
হৈমন্তিক সূর্যকে সাক্ষী রেখে কথা দিয়ে যায়
ফিরে আসার—
পৃথিবীর প্রশস্ত প্রেমের আঙিনায়
সেই কথা থাকে চির শব্দহীন, নীরব।
আর পশ্চিম দিগন্তে প্রতিশ্রুতির ছাপ থাকে
হীরের আংটির মতোই উজ্জ্বল।