T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় সুশোভন কাঞ্জিলাল

হলুদ রামধনু
হালকা আরো হালকা মনটা উড়ছে ফানুস
জ্বালিয়ে বুকের ট্যাটু গুলি
হলুদ রামধনু একা ছয় রঙ্গের খুনী
জ্বালায় হেলায় ভস্ম গুলি
নীল নীল কিলবিল, নীল নীল ছবি গুলি, অস্পষ্ট ওপর থেকে, নিচে হাটা লিলিপুট
একা ফ্যানা স্রোতে ভাসে, মিছে এক অভিলাষে, খুঁজে পেতে শেষ পেগের ডালমুট
মানুষ ওড়ে ফানুস হয়ে, টিকটিকি যেমন দেওয়াল বেয়ে
কোনো পোকা কোনো বোকা
নকল পাতার শুঁয়োপোকা
জমা জল পেটের ব্লাডারে, ফোয়ারা তোলে মিছে আঁধারে
নগ্ন বিবেক কাঁথায় ঢাকা
মেঘের ভেলায় বেঁচে থাকা
ওপরে ওঠা দীর্ঘশ্বাস ইনহেলার খোঁজে
বুকে খেলা ব্যথার বাগাডুলি
বাস্তব ছুঁচের ধারালো ডেলী ডোজে
কথা খোঁজে বোবা বুলি
একা ফ্যানা মৃদু ভাসে, কাঁধ ভারী কোনো লাশে, মৃত দের ভিড়ে দলছুট
মেঘ মেঘ ছুটে আসে, ডুব দিতে জলোচ্ছাসে, ভিজে ভারী সেই মেঘদূত
মানুষ ওড়ে ধোঁয়া হয়ে, মেঘের টানে জলে বোয়ে
মাটির নিচে কফিন ঢাকা
চাদর চাপা কান্না মাখা
মুক্ত আকাশ দু হাত খুলে, নিজের কাছে নিলো তুলে
নাম হোলো মেঘ রাখা
চোখের তারা মেঘে ঢাকা….