কবিতায় বলরুমে শেখর কর

১| নীলকন্ঠ
আকাশের মুখ ভার হলে
মৃদু বাতাস মন্দ হয়
ছড়ায় ফিসফাস্…
ভার মুখে একদিন ফিরিয়েছিল
একান্ত প্রস্তাব
বদলে তার বিষ-কথার
সৌজন্য শরবত্
আটকে আছে আজও
গলা ও বুকের মাঝখানে…
২| নষ্ট আসর
নাকচ প্রস্তাব নিয়ে
সমীক্ষার সাপলুডো
কতটা ছোট হওয়া গেল
আর কতটা তৃপ্তি
খুঁজিনি কখনও
আলাপ বিস্তার শেষ প্রহরে
তোমার বিবাদী স্বর
আজও নষ্ট আসর…