T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় সুমন কয়াল

নববর্ষের ভোরে
নব বর্ষের ভোরে
যেন মোরা উঠি জেগে
নব স্বপ্নের আলো
পিয়াসী দু’চোখ ভ’রে
নব বর্ষের ভোরে।
নূতন স্নেহ জড়ায়ে সূর্য উঠুক
মধুর সুরভি ভ’রে ফুলেরা ফুটুক্
অভিনব সুর লয়ে পাখিরা মাতুক্
ঈশ্বর ঢালে মধু নূতন হৃদয় ভ’রে
মনে হবে ঢালে মধু নূতন হৃদয় ভ’রে
নববর্ষের ভোরে।
আকাশের মহিমায় দুয়ার খুলুক্
ঝর্নার মাতোয়ায় এ মন ছুটুক্
উৎসবের নেশায় হৃদয় মাতুক্
মিলন-মেলাতে এসো নিজেরে নূতন কোরে
নববর্ষের ভোরে ৷
হিসাবের ছেঁড়া খাতা তরণী সাজিয়ে
না-পাবার যত ব্যথা দিয়েছি ভাসিয়ে
উপছায় কার সুধা দুকূল মাতিয়ে
একি প্রানের আরতি ভুবনের মন্দিরে
নববর্ষের ভোরে।