বাইশে শ্রাবণ সন্ধ্যায় শমিত কর্মকার

রবি প্রেম
সোমদত্তা শুনছো,কি? আমি তো রবিবার থাকি না আজ থাকছি। সবাই মিলে একটু গুছিয়ে খাবো। পিউ কে ফোন করো,মানে একমাত্র শালি গো।
—সকাল সকাল আর ন্যাকামো কোর না তো।
—-দেখছি।
—তাহলে আমি বাজার চললাম গাড়িটা নিয়ে।
—-সে তোমার ব্যাপার,আমি ফোন করেছি আসবে বলল।
—-ঠিক আছে আমি চললাম আজ কিন্তু সব কিছু গুছিয়ে হবে।
—বড়ো বয়েসে খুব রস হয়েছে বুঝেছি।