কবিতায় শমিত কর্মকার

রঙ্গিন জীবন
জটিল জীবনের মাঝে আমরা
পথে চলা রাজপথে রঙ্গিন পোস্টারে
দিন দিন বেড়েই চলে চাহিদা
আমায় দেখো মন শুধু বেড়ে চলে।
মোবাইলের রিং টোনে ইংলিশ গান বাজে
আধুনিক জীবনের চোরাস্রোত
মা বাবা হয়েছে মাম্মি পাপা।
নিজেকে সাজিয়ে গুছিয়ে তোলা সপিং মলে
ঠান্ডা ঘরে পানীয়তে মুখ রেখে
এই তো জীবন চলছে চলুক।