T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় শমীক জয় সেনগুপ্ত

মিথ্যে
ছেলেবেলা থেকে মিথ্যে কথা শেখানো হয়েছে
মায়ের কোলের থেকে নিরাপদ জায়গায় নেই কোন
মেয়ে মানে শক্তি, নারী মানে দেবী
এই দেশ গণেশ জননীর
শেখানো হয়েছে গর্জে উঠতে হয় অন্যায় দেখলে
কিন্তু গর্জনের সময় মুখ চেপে ধরে আত্মজনেরা
পা থমকে যায় আত্মকেন্দ্রিকতায়
তার চেয়ে সত্যিটা বলে দেওয়া ভালো
মায়ের স্নেহের ছায়া সাময়িক সুখ
মেয়ে মানে মানবী, হাঁড় মাংস যোনি
জীবিতকে খায় নেকড়ে, মৃতকে শকুনি
এসব লেখেনি কেন পাঠ্যপুস্তক
বাড়িয়ে চাড়িয়ে শুধু করে গেছে স্তব
আমরা মুখস্থ করে বড় হয়ে গেছি
মুখস্থ করেছি শুধু আত্মস্থ হয়নি যে করা
সহায় হতে চেয়ে খুঁজেছি সাহারা
সেই দোষে এই দেশ পুড়ে ছারখার