কাব্যানুশীলনে শমীক জয় সেনগুপ্ত

অসমাপ্ত পাণ্ডুলিপি
অশক্ত হয়েছে হাত তবে কি
সব সঙ্গোপন
মুছে গেল কোলাহলে … দৃষ্টির আকাশ
সেও বুঝি ক্ষণকাল নেবে অবকাশ,
হাত যত কেঁপে ওঠে…
লেখা তত ছেড়ে যাবে বলে
দেখিয়েছে ভয়
তবুও প্রবোধ দেয় আশামাখা সবটুকু মনে
এখনি ফুরিয়ে গেলে মিথ্যে আক্ষেপে
অক্ষরমালারাও মানুষের মত হিংস্র হয়ে যাবে
এখনো সময় হলে
জানলায় ঠেঁস দিয়ে বসি…
আমাকে ঘিরে রাখে ধুলোমাখা শহুরে ছাতিম
শেষদিনে ছেড়ে যেও তার প্রতি সুবাসিত ঘ্রাণ
আমার অসমাপ্ত কোন
পাণ্ডুলিপিকায়।