কবিতায় সুজনা ইয়াসমিন

প্রেম আমায় পোড়াতে পোড়াতে নগ্ন বানিয়েছে
উদাম-দিগম্বর পেয়ালাটার চুমুক কেটে
বেলা এগিয়ে গেছে আজ আমাদের ফেলে….
দু’মুঠো নিপুণ সুখ কুড়ানোর স্বপ্নই
ফেলে এসেছে আমাকে..
প্রেম আমায় অনুসরণ করতে করতে আজ দুঃখী তটিণী-র হিল্লোল তুলে
ভেজাতে ভেজাতে বস্ত্রময় দেহেও আমাকে নগ্ন বানিয়েছে।
জীবন আর যৌবনের যৌক্তিক আলোচনায় উঠে গেছে আমার অস্তিত্ব!
আমার অভ্যন্তরীণ কোন্দল চলছে তুমুল মতান্তর পেড়িয়ে…
আয়ুর অভিযোগ টপকিয়ে,
বেঁচে থাকার জন্য কোন একটা ব্যাথা পড়ে রাখছি টিকলি বেঁধে!
কোন এক জোড়া হাত, চোখ,ঠোঁট থেকে ঝড়ে পড়া আদরের বুলেট গেঁথে রেখেছি স্মৃতি সুতায়
হারানো কবিতার কন্ঠ তালিকায় স্থান পায় না আজ কারো কথার কারবার
আজ মোরা কে কার?
কে হারালো কার ধারালো অস্ত্রের ফলায়?
ব্রাহ্মতনু পেয়ে বসেছে শোক প্রার্থনায়!
অভিমানী হাওয়ার ঢেকুড় জাগাতে জাগাতে খুলে নিয়ে গেছে সব প্রীতির কুশল..
প্রেমের বৈরী হাওয়ায় ওড়াতে ওড়াতে উড়িয়ে নিয়েছে আমার সকল লজ্জা
প্রেম আমায় পোড়াতে পোড়াতে নগ্ন বানিয়েছে আজ
চেয়ে দেখি বাকি নেই কিছুই আর
পুড়ে গেছে সব চাওয়ার কারণ,
পুড়ে গেছে হৃদয়টা,
হৃদয়ের ভিতর বাহির জমে থাকা অনুকবিতা,
চোখেমুখে লেপ্টে থাকা সকল দুঃখ বিলাসী আলকলতা,আকুলতা,আর আহ্লাদী প্রশ্ন সমূহ।
হৈ হৈ পাড়ার ভিতরে বুকের ভিতর শশ্মান পুষে রেখে
এখন আমি গলায় ঢাক বেঁধে নগ্নবেশে হেঁটে যাই ক্রমশ বৈদিক যুগ পেরিয়ে…
প্রেম আমায় পোড়াতে পোড়াতে নগ্ন বানিয়েছে।