কবিতায় পদ্মা-যমুনা তে শাহাদাত হোসেন

মধুমতির বাঁকে
বৈশাখের অলস দুপুরে
দিলাম এক ছুট নদীর ধারে ছোট্ট বনে,
হিজল তমাল আর জারূলের ফাঁকে
একটি পাখির বাসায়
দুটো ছানা দেখেছিলাম দুষ্টভারী মনে।
আবার হেমন্তের আবির রাঙা
বিকেলে
জসীম উদ্দিনের নকশীকাঁথা দেখেছিলাম
সোনালী ধানক্ষেতে।
শীতের বিদায় শেষে ফাগুনের বিকেলে
মটরের শুটি আগুনে পোড়ায়ে
দুরন্ত বন্ধুদের সাথে খেয়েছিলাম
কালিমাখা মুখে
মেঠো পথের ঢালে বসে।
ভোরের শিশিরে সরিষার ফুল পায়ে মেখে
কতদিন হাঁটা হয়নি কুয়াশা
ভেজা সবুজ ঘাসে
মন চায় ছুটে যাই -ফেলে আসা সেইসব দিনে
পিচঢালা এ পথ হতে মধুমতির বাঁকে।