বৃষ্টির ফোঁটাদের কাছে অভিমান জমলে
শিরার সন্ধি ক্ষয়ে যায়
মনের উপর আঁচড় কাটতে কাটতে কুয়াশা পড়ে যাচ্ছে চৌকাঠের উপর
আর্দ্র রাতের গোলকধাঁধায় বারবার আটকে পড়ছে ঘুমের ছেঁড়া সুতো
ফুলহীন ব্রহ্মের কাছে ফিরে আসে
অস্তিত্বের স্বরূপ
তাই প্রতিটি নাতিশীতোষ্ণ গাছ ফুলের ব্যাথায় ভ্রমরের সংসারের সেলাইকল হয়ে ওঠে…
সম্পর্কের প্রতীক
শহরের ধুলোপথে হারিয়ে যাওয়া সম্পর্কের সিঁড়ির কাছে আজ এক ক্ষয়প্রাপ্ত বসন্ত দাঁড়িয়ে আছে
চারাগাছের গোড়ায় জমাট বাঁধছে নষ্ট কথোপকথনের রামধনু
চেপে রাখা ইতিহাস খুলে যাচ্ছে বৃষ্টির কাছে
বন্ধুত্ব বন্দক রাখলে আকাশের গভীর শোক হয়
সেখানে ধীরে ধীরে আয়ু চাপা পড়ে
গজিয়ে ওঠে ঈশ্বরকণার বিধান
হাতের নীচে হাত রেখেও
কিছু সম্পর্ক পাখি হয়ে যায়
আর সেসব পাখিরাই
আকাশের জালে আটকে যায় একটা মলিন যন্ত্রণার প্রতীক হয়ে…